ফের একবার নিজের খেল দেখতে বাংলার ময়দানে নামতে চলেছে শীত। আর এবারের শীত হতে চলেছে এই বছরের সব থেকে ভয়ানক। যাকে বাংলায় অভিহিত করা হয় ‘ বাঘা শীত’ নামে। অন্তত তেমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
শুধু তাই নয়, এই দফাতেই এবারের মত শীত শেষ হবে কি না, সেটাও এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। শেষ দফার এই খেলায় ঠিক কেমন ব্যাটিং করতে চলেছে শীত, তাই নিয়েই এখন চলছে যাবতীয় জল্পনা।
আলিপুর হাওয়া অফিসের হিসেব অনুযায়ী আগামী কয়েকদিন গোটা বাংলা জুড়ে ব্যাপক পারদ পতন লক্ষ্য করা যাবে বলে মনে করা হচ্ছে। জানুয়ারির শেষ সপ্তাহে রাজ্য জুড়ে হাড়কাঁপানো শীত অনুভব করতে চলেছে বঙ্গবাসী।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত বজায় থাকতে পারে শীত এর আমেজ। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা। আপাতত তাই বাংলা জুড়ে চলবে শুধুই শীতের আবাহন।