ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন

বৃষ্টিভেজা কলকাতা। ছবি: রাজীব বসু

কলকাতা: রবিবার থেকে দক্ষিণে হাওয়া বদল। সোমবার রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কলকাতা সহ গোটা রাজ্যে বৃষ্টি । কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। আবারও তাপমাত্রা কমবে।

রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি ও কলকাতায় বৃষ্টি সম্ভাবনা কম। সোম এবং মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস। 

ও দিকে, উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের ওপরের সব জেলায় ভারী বৃষ্টি এবং ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি ও কলকাতায় বৃষ্টি সম্ভাবনা ক্ষীণ। ও দিকে, উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের ওপরের সব জেলায় ভারী বৃষ্টি এবং ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এর পর বৃষ্টি হবে আগামীকালও। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার (২০ মে) পঞ্চম দফার ভোটে বিঘ্ন ঘটাতে চলেছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে সর্বাধিক ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার।

২১ এবং ২২ মে গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সর্বাধিক ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পর, ২৩ মে তারিখেও রাজ্যের সব জেলায় হালকা অথবা মৃদু বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে