বঙ্গোপসাগরে নিম্নচাপ, শুক্রবার থেকে ভোলবদল আবহাওয়ার

বৃষ্টি সরিয়ে কাজ চলছে কুমোরটুলিতে। ছবি: রাজীব বসু

কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকেই রোদ ঝলমলে ছিল আকাশ। তবে বেলা বাড়ার সঙ্গে মাঝেমধ্যে মেঘের আড়ালে সূর্য। এরই মধ্যে অস্বস্তি বাড়াচ্ছে বাতাসের আর্দ্রতা। বেড়েছে ভ্যাপসা গরম। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার থেকে ভোল বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।

হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আজ কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও দক্ষিণের সব জেলাতেই জারি থাকবে হলুদ সতর্কতা।

আবহাওয়া দফতরের মতে, শুক্রবার থেকে ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্তের সম্ভাবনা আছে। শনিবার এই ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে শক্তি বাড়াতে পারে। সেই কারণে আন্দামান সাগর এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অন্য দিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। শনিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে এবং জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন