কলকাতা: পুজোর উন্মাদনায় জমজমাট শহর কলকাতা। পুরোপুরি পুজোর মুড। তাল কাটল বৃষ্টি। নবমীর দুপুরে বৃষ্টি নামল কলকাতার কিছু অংশে। এ ছাড়াও বৃষ্টি হয়েছে পাশের কিছু জেলাতেও।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকায়। সোমবার বেলা ১২টা নাগাদ আবহাওয়ার বুলেটিনে দু’-এক ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। তার পরেই বৃষ্টি নামে কিছু কিছু এলাকায়। ক’দিন ধরেই রাতের বেলায় ঠাকুর দেখার ঢল নামছে কলকাতায়। এ দিন দুপুরে বৃষ্টি নামার পর, রাতে কী হবে তা নিয়েই চিন্তায় দর্শনার্থী থেকে পুজো উদ্যোক্তারা।
এ দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘে ঢেকে যায় আকাশ। বেলা সাড়ে বারোটা নাগাদ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি শুরু হয়। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়েছে নিম্নচাপ। এর জেরে নবমীতে কলকাতা-সহ ৫ জেলায় খুব হালকা থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নবমীতে বাকি রাজ্য শুকনো থাকার সম্ভাবনাই বেশি। দশমী ও একাদশীতে বৃষ্টি একটু বাড়তে পারে। কলকাতা-সহ ৭ জেলায় হালকা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
একই সঙ্গে পুজোর মরশুমের মধ্যেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। বর্তমানে নিম্নচাপটি দিঘার থেকে দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৫৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে৷ আজ, সোমবার ঘূর্ণিঝড় হামুন উত্তর ও উত্তর-পূর্ব দিকে ঘুরে বাংলাদেশের দিকে এগোবে।