কলকাতা: সোমবারেও জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি, অনেক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
নিম্নচাপের প্রভাব থেকে এখনই রেহাই নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া ঝাড়খণ্ডের উপর ছিল নিম্নচাপ অঞ্চল। আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর জেরে ৪ অক্টোবর অর্থাৎ বুধবার পর্যন্ত বাংলার প্রায় সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
সোম এবং মঙ্গলবারেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে। দু’দিনই বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
প্রসঙ্গত, নিম্নচাপের জেরে সাগরে বইছে ঝোড়ো হাওয়া। এই কারণে আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার ব্যাপারে লাল সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল রয়েছে। সেই কারণে ৩ অক্টোবর পর্যন্ত যেন মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে না যান।