কলকাতা: ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি চলছে রাজ্যে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, এ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়।
আবহাওয়া দফতরের মতে, আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাপমাত্রার উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হবে না।
এ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
ও দিকে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি ছ’টি জেলায়- দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।