প্রথম পাতা খবর আপাতত অব্যাহত বর্ষার বৃষ্টি, তবে ভ্যাপসা গরমে বাড়বে অস্বস্তি

আপাতত অব্যাহত বর্ষার বৃষ্টি, তবে ভ্যাপসা গরমে বাড়বে অস্বস্তি

166 views
A+A-
Reset

রাজ্যে বর্ষার বৃষ্টি আপাতত অব্যাহত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টির মধ্যেও ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে।

আজ ও সোমবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, যদিও কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। রবিবার এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে দফতর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.