১৫-র আশেপাশে নামল পারদ, সপ্তাহের শুরুতে কনকনে ঠান্ডা

কলকাতা: সোমবার (১১ ডিসেম্বর) অনেকটাই নামল পারদ। সপ্তাহের শুরু হল কলকনে ঠান্ডায়। এ দিন কলকাতা শহরে ভোরের তাপমাত্রা নামল ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা এই মরশুমে এখনও পর্যন্ত সবথেকে কম।

গতকাল, রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সোমবার সকালে মহানগরের তাপমাত্রা নামল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। উত্তর-পশ্চিমের বাতাস বইবে। অবাধ উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। ধীরে ধীরে আরও কিছুটা নামবে পারদ। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। আগামী দু’দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

ও দিকে, উত্তরবঙ্গে শীতের কামড় দক্ষিণের থেকে বেশি। শৈলশহর দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে হালকা শিলাবৃষ্টি ও তুষারপাত হতে পারে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতরের। আর তার সঙ্গে তাল দিয়ে নামতে পারে দার্জিলিংয়ের তাপমাত্রা।

হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে বা বরফ পড়বে। তাছাড়া মঙ্গলবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। একেবারে শুষ্ক থাকবে আবহাওয়া।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক