নামবে পারদ, জাঁকিয়ে ঠান্ডা ফিরছে বাংলায়

কলকাতা: বিরতি কাটিয়ে ফের বাংলায় শুরু হচ্ছে শীতের নতুন স্পেল। উত্তুরে হিমেল হাওয়া ঢুকছে রাজ্যে। এর জেরে আগামী কয়েক দিন আরও নামবে তাপমাত্রার পারদ। রবিবারের মধ্যে কলকাতায় পারদ ১৪ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নামতে পারে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে।

আগামী কয়েকদিন উত্তুরে হাওয়া দাপট দেখাবে বলে পূর্বাভাস। আজ থেকেই বইবে হিমেল হাওয়া, কাল থেকে পারদ-পতন। বৃহস্পতিবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তুরে হাওয়ায় ভর দিয়ে রাজ্যে ফের প্রত্যাবর্তন করছে শীত। আগামী তিন দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস। পরের দু’দিন নতুন করে পারদ পতন না হলেও তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

শীতের এই নতুন ইনিংস অন্তত পাঁচ-ছ’দিন থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবারের মধ্যে ১৪ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নামতে পারে কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে যা ৯-১০ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কারই থাকার কথা।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন