বুধের সকালে মেঘলা আকাশ, সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা

আজও বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা।

কলকাতা : বুধবার সকালেও কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘে ঢাকা। কোথাও কোথাও এক পশলা বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতা-সহ রাজ্যের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এমনিতে গভীর নিম্নচাপ বাংলা থেকে অনেক দূরে সরে গিয়েছে, তবুও তার প্রভাবে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ বাংলা থেকে দূরে চলে যাওয়ায় বৃষ্টির পরিমাণ কমলেও, সপ্তাহ জুড়ে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। বিশেষ করে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজও দিনের বিভিন্ন সময়ে কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টি হতে পারে। বাতাসে আর্দ্রতার মাত্রাও বেশ থাকবে, যার ফলে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে শহরবাসীর।

উত্তরবঙ্গে যদিও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন