কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা

দক্ষিণবঙ্গে কয়েক দিনের বিরতির পর ফের শুরু হতে পারে ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হয়েছে, যা বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বাড়াবে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার সতর্কতা জারি হয়েছে।

বুধবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা বেশি। শুক্রবার দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হলুদ সতর্কতা জারি হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে সপ্তাহভরই দুর্যোগ চলবে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে ফের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি শুরু হবে এবং সোমবার থেকে কালিম্পংয়েও বৃষ্টি বাড়বে। ভারী বর্ষণের জেরে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে, সঙ্গে তিস্তা, তোর্সা ও জলঢাকায় জলস্তর বাড়তে পারে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে