আগামী কয়েক দিনে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে, তবে তার পর ফের উষ্ণতা বাড়বে। আনুষ্ঠানিকভাবে শীতের বিদায় হবে ফেব্রুয়ারিতেই।
বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশে থাকবে। তবে শুক্রবার থেকে ফের সামান্য ঠান্ডা পড়তে পারে। যদিও তীব্র শীতের আর কোনো সম্ভাবনা নেই, বরং গরমের প্রস্তুতি শুরু হয়ে যাবে।
রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে কুয়াশার মাত্রা বাড়বে। আজ সকালে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের মূল কারণ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত।
সকালবেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকলেও দিনের বেলা রোদের তাপ বেশ ভালোভাবেই অনুভূত হবে। তবে সন্ধ্যার পর আবার ঠান্ডা ভাব থাকবে। বাইরে বেরোলেও এখন ফ্যান চালালে খুব একটা অসুবিধা হচ্ছে না। রাজ্যের এই আবহাওয়া পরিবর্তনের সঙ্গে ধীরে ধীরে বসন্তের আগমন লক্ষ করা যাচ্ছে।