আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, অস্বস্তি কমবে কি?

কলকাতা: বুধবার রাতে শহর কলকাতার কিছু এলাকায় ও দক্ষিণবঙ্গের নানা প্রান্তে বৃষ্টি হয়েছে। সাময়িক ভাবে সামান্য নেমেছে তাপমাত্রার পারদ। তাই বলে অস্বস্তি পিছু ছাড়েনি। আজ, বৃহস্পতিবারও একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

হাওয়া অফিস বলছে, আজও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়  বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় অনেকটা অংশ জুড়ে এদিন বৃষ্টি হবে। তবে বৃষ্টি শুরু হলেও গরম ও আর্দ্রতা কমার ইঙ্গিত নেই এখনই।

এ ছাড়াও ১৫ এবং ১৬ তারিখ দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেদিন রাজ্যে কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই। ১৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছ।

ও দিকে, উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। গতকাল উত্তরের উপরের দিকের ৫ জেলাতেও ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও। ভিজতে পারে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন