কলকাতা: ভালোয় ভালোয় কেটে গিয়েছে কালীপুজো। সোমবারেও রোদ ঝলমলে আকাশ। তবে, ভাইফোঁটা থেকে পরের দু’-তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাংশে বৃষ্টির আশঙ্কা।
বর্ষা বিদায়ের পরে আকাশ মেঘমুক্ত। উত্তুরে হাওয়া ঢুকতে থাকায় রাতের দিকে তাপমাত্রাও নামছে। গত কয়েক দিন ধরে রাতে থেকে ভোরসকাল পর্যন্ত পারদ পতন হচ্ছে। ডুয়ার্সের জেলাগুলিত সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৮ ডিগ্রির আশাপাশে ঘুরছে। যদিও আবহাওয়া দফতরের মতে, হেমন্তে হিমেল অনুভূতি হলেও শীত পড়তে এখনও বাকি।
এরই মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে মঙ্গলবার নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপটি প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলের অভিমুখে এগোবে। বৃহস্পতিবার এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং গতি পরিবর্তন করে ওড়িশা উপকূলের দিকে আসতে পারে। এর প্রভাবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যের উপকূলে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতি ও শুক্রবার।
বুধবার বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। বৃহস্পতি ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়।