কলকাতা: সোমবার শহরের আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকার কথা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শুরুর দিনে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস বলছে, সোম বা মঙ্গলবার বাংলাদেশে স্থলভাগের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যার ফলে দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের পরের দিনগুলিতে বৃষ্টি বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। বুধবার থেকে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়।
বুধবার দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
পাশাপাশি, মৌসুমী অক্ষরেখার অবস্থানের জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী কয়েকদিন। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি – এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী দু’দিন। সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং জেলায়।