আবহাওয়ার ভোলবদলের সম্ভাবনা। আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ও দিকে, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতর জানাল, রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে ঝোড়ো হাওয়াও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। সোমবার থেকে বাড়বে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমানেও।
কলকাতাতেও সন্তোষজনক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত দার্জিলিং-সহ পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলে সামান্য বিরতির পরে বুধবার থেকে ফের বর্ষা জোরালো হতে পারে। দার্জিলিং ও মালদায় বেশি বৃষ্টির আশঙ্কা।
আবহাওয়া দফতরের সতর্কতা, উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়তে পারে, পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে। কমতে পারে দৃশ্যমানতা। পর্যটকদের সড়কপথে যাতায়াতে সতর্ক থাকতে বলা হয়েছে।