কলকাতা: জেলায় জেলায় কনকনে ঠান্ডা। কলকাতার তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রির ঘরে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহে আরও নামবে তাপমাত্রার পারদ।
শুক্রবার কলকাতার আকাশ পরিষ্কার। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন চলবে শীতের দাপাদাপি। এ দিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যা এক ডিগ্রি কম। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী কয়েক দিনে আরও নামবে পারদ।
আগামী কয়েক দিন কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমাঞ্চলের জেলায় তাপমাত্রা নামল ১০ বা ৯ ডিগ্রির ঘরে।
ও দিকে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকা ছাড়া আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু এলাকায়। সোম এবং মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা বেশি। সমতলের জেলাগুলিতে শনি রবিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে।