259
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে সপ্তাহান্তে শীতের আমেজ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। তবে এই শীত বেশিদিন স্থায়ী হবে না।
সোমবার, ১৭ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা ফের দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে। একইসঙ্গে, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি সাময়িক হবে এবং তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না।
আরো পড়ুন: ফের নামল পারদ, কুয়াশার সতর্কবার্তার মধ্যেই রাজ্যের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা