বাংলা গানের জগতে নক্ষত্রপতন। প্রয়াত হলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৮২। শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। মাল্টি অর্গান ফেলিওর ও কার্ডিয়াক অ্যারেস্টই হয়ে ওঠে তাঁর মৃত্যুর কারণ।
শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইটিইউতে স্থানান্তরিত করা হয়। নিউমোনিয়া ও অ্যান্টিবায়োটিক অ্যালার্জি সংক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অসুস্থ অবস্থায় তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা থেকেই ফোনে নিয়মিত খোঁজখবর নিচ্ছিলেন তিনি। কিন্তু সমস্ত চেষ্টাই ব্যর্থ হল।
১৯৪২ সালে অধুনা বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। ছোট থেকেই গান লেখা, তাতে সুর দেওয়া এবং গাওয়ার প্রতি অদম্য ঝোঁক ছিল তাঁর। তবে তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় কালজয়ী গান “আমি বাংলায় গান গাই”। তাঁর আরও বিখ্যাত গানের মধ্যে রয়েছে “অচেনা সাগরে ডিঙ্গা ভাসাইলাম”। এছাড়া, ‘গোঁসাইবাগানের ভূত’ ছবির নেপথ্য শিল্পী হিসেবেও কাজ করেছেন তিনি।
প্রতুল মুখোপাধ্যায় বাংলা গানের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন ‘আমি বাংলায় গান গাই’-এর স্রষ্টা হিসেবে। তাঁর সঙ্গীত জীবনের অবসান হলেও তাঁর গান বাংলার সংস্কৃতির অঙ্গ হয়ে রয়ে যাবে চিরকাল।