নিম্নচাপের জেরে আগামী তিন-চার দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টি উত্তরেও

কলকাতায় দফায় দফায় বৃষ্টি। ছবি: রাজীব বসু

দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংলগ্ন অঞ্চলে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী তিন – চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপটি কলকাতা থেকে ৯০ কিমি উত্তর ও বর্ধমান থেকে ৫০ কিমি পূর্বে রয়েছে এবং আগামী ২৪ ঘণ্টায় এটি ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে।

মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কয়েক দফা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকতে পারে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় মৎস্যজীবীদের মঙ্গলবার সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টির কারণে নিচু এলাকায় জল জমতে পারে। শহরাঞ্চলে যানজট ও কৃষিতে শস্যক্ষয়ও হতে পারে বলে আশঙ্কা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক