দক্ষিণ বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের আর এক ঘূর্ণাবর্তের প্রভাবেও রবিবার ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে।
তবে বৃষ্টির মাঝেও কলকাতার তাপমাত্রা বিশেষ কমবে না। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে বেশি। সোমবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে সপ্তাহ জুড়ে প্রবল বর্ষণের সতর্কতা। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। নদীর জলস্তর বাড়তে পারে তিস্তা, তোর্সা, জলঢাকায়। নিচু এলাকায় প্লাবন, পার্বত্য জেলাগুলিতে ধসের আশঙ্কা থাকছে।