কলকাতা: বৃষ্টির সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে গেল রাজ্যে। আজ, বুধবার হাতে গোনা কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও গত কয়েক দিনের বৃষ্টির ফলে যে স্বস্তি মিলেছিল, সেটাও ধীরে ধীরে গায়েব হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে এ দিন বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়। মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই। এ দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার আর দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
ও দিকে,উত্তরবঙ্গে বৃষ্টি চলবে উপরের দিকের জেলায়। উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুর ছাড়া বাকি সব জেলায় বৃষ্টি হতে পারে সোমবার পর্যন্ত। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পশ্চিমের গরম হাওয়ার দাপট বাড়বে। রাজস্থান থেকে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি হয়ে উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের উপর দিয়ে বাংলায় আসবে এই গরম হাওয়ার স্পেল। সঙ্গে আর্দ্রতাজনিত কারণে উইকেন্ডে অস্বস্তি চরমে উঠবে ৷