দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পর ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ক্রমশ তীব্র গরম। তবে এর পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সোমবার পর্যন্ত পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা থাকছে, যেখানে বাঁকুড়ায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁতে পারে। কলকাতা ও উপকূলীয় জেলাগুলিতেও অস্বস্তিকর গরম বজায় থাকবে।

মঙ্গলবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই বৃষ্টির ফলে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে