দক্ষিণবঙ্গে ক্রমশ তীব্র গরম। তবে এর পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার পর্যন্ত পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা থাকছে, যেখানে বাঁকুড়ায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁতে পারে। কলকাতা ও উপকূলীয় জেলাগুলিতেও অস্বস্তিকর গরম বজায় থাকবে।
মঙ্গলবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই বৃষ্টির ফলে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।