জাঁকিয়ে শীতের দেখা নেই, সপ্তাহান্তে কিছুটা ঠান্ডা পড়ার সম্ভাবনা

পৌষ সংক্রান্তি পেরিয়েও রাজ্যে জাঁকিয়ে শীতের দেখা নেই। গঙ্গাসাগর মেলার সময়ও হাড় কাঁপানো ঠান্ডার বদলে তাপমাত্রা বেড়ে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ার পথে বাধা সৃষ্টি হচ্ছে, যার ফলে শীতের তীব্রতা কমেছে। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি, তবে সপ্তাহান্তে কিছুটা ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

পুরুলিয়ায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে, বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরের জেলাগুলিতে হাড়কাঁপানো ঠান্ডা থাকলেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদ কিছুটা ঊর্ধ্বমুখী। কালিম্পং, আলিপুরদুয়ার ও মালদায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে। এর ফলে পরিবহন ব্যবস্থায় সমস্যা হতে পারে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন