কলকাতা: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সিকিম থেকে উত্তর ওড়িশা এবং মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত দুটি অক্ষরেখার প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, বাতাসও অনুকূল। ফলে তৈরি হচ্ছে বৃষ্টি ও ঝড়ের পরিস্থিতি।
বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বাকি জেলাগুলিতে হাওয়ার বেগ থাকতে পারে ৪০-৫০ কিলোমিটার। থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও।
শুক্রবার ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে একই ধরনের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। জারি রয়েছে হলুদ সতর্কতা।
তবে ঝড়বৃষ্টি হলেও আবহাওয়া দফতর জানিয়েছে, জোরালো দুর্যোগের আশঙ্কা নেই। গরমের হাত থেকে সাময়িক স্বস্তি মিললেও পরিস্থিতি আবার পাল্টাতে পারে সপ্তাহান্তে।