কলকাতা: হাড়কাঁপানো ঠান্ডার মাঝেই এ বার বৃষ্টিতে ভিজতে পারে সারা রাজ্য। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের।
শেষ কয়েক দিন ধরে জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আপাতত তার জাঁতাকলে পড়ে গিয়েছে শীত। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রাতের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে দিনের বেলায় স্যাঁতস্যাঁতে একটা ঠান্ডা আবহাওয়া থাকবে।
বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকলেও হালকা বৃষ্টিতে ভিজতে পারে দুই জেলার কিছু এলাকা।
বুধবার ভিজতে চলেছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বৃষ্টি হতে পারে বিকালের দিকে। পর দিন, বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। শুক্রবার ভিজবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। তবে ২০ তারিখ থেকে ফের বদলাতে শুরু করবে আবহাওয়া। বিদায় নেবে বৃষ্টি।
শুধুমাত্র দক্ষিণবঙ্গেই নয়, বুধ ও বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিও। বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।