কলকাতা: আজ, বুধবার থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কমতে পারে। এমনটাই পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানাচ্ছে, আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাছাড়া হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই দু’দিন কোনও সতর্কতা জারি করা হয়নি দক্ষিণবঙ্গে।
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ ওড়িশার নিম্নচাপটি ক্রমশ সরে ছত্তীগসঢ় ও বিদর্ভ এলাকায় অবস্থান করছে, পাশাপাশি এদিকে মৌসুমী অক্ষরেখাও বাংলা থেকে আরও দূরে সরে গিয়েছে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা গোপালপুরের উপর দিয়ে গিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বলে জানা যাচ্ছে।
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে। সেদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ১৯ জুলাই (শুক্রবার) নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।