বেশ কয়েকদিন বাদে আজ সকালে দক্ষিণবঙ্গে দেখা মিলল খোলা আকাশের। বিদায় নিয়েছে বর্তমানের নিম্নচাপ। তার জেরেই সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া লক্ষ্য করা গেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ১৬ জুলাই ও আগামীকাল ১৭ জুলাই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। রোদের দাপটই বেশি থাকবে বলে মনে করা হচ্ছে।
তবে এই স্বস্তি বেশিদিন নয়। ১৯ ও ২০ জুলাই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সামগ্রিকভাবে ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে মরশুমের প্রথম অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছু কিছু এলাকায় প্রবল বৃষ্টির কারণে নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, জুলাইয়ের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গে ফের প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। ২৩ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে, যা মায়ানমার ও ভিয়েতনাম অঞ্চল হয়ে ভারতে ঢুকবে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ফের এক দফা অতি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।