কলকাতা: শুক্রবারেও রাজ্যের বিভিন্ন জায়গায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। এর পর শনি ও রবিবার কয়েকটি জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনার কথা শুনিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।
বৃষ্টির জেরে স্বস্তি ফিরেছিল সমগ্র পশ্চিমবঙ্গে। তবে, সেই সুদিন আপাতত উধাও। এবার ফের তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
হাওয়া অফিস বলেছে, রাজ্যের পশ্চিমপ্রান্তের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে যাবে। শুক্রবার গরম থাকবে, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে। সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া থাকবে শুষ্ক। এরপর শনিবার ও রবিবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনা প্রবল। গরমের তেজ বজায় থাকবে মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে।
তবে, সপ্তাহ পার করে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের বৃহস্পতিবার ২৩ মে নাগাদ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরের উপর একটি নিম্মচাপ অঞ্চল তৈরি হতে পারে।