মেঘলা আকাশ, দফায় দফায় ঝেঁপে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়

কলকাতা: সকাল থেকেই মুখ ভার আকাশের। কখনো কখনো মেঘের আড়াল থেকে সূর্যের উঁকি। শুক্রবার সারা দিনই কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস।

হাওয়া অফিস জানিয়েছে, এ দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রপাত-সহ মাঝারি বৃষ্টি হতে পারে আজও। কলকাতা ও আশেপাশের বাকি জেলাগুলিতে আজ এবং আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে থাকবে।

কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আগামী ২০ আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমতে পারে। আগামী কয়েকদিনে তাপমাত্রার বড়সড় কোনো হেরফের হবে না। তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই ঘোরাফেরা করবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই এ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন