পরিমাণ কমলেও আজ ভিজবে কলকাতা – সহ এই জেলাগুলি

কলকাতা: সকালে চড়া রোদ। তবে বেলা গড়ালে আবহাওয়ার ভোলবদল জেলায় জেলায়। বৃহস্পতিবারে বৃষ্টির পরিমাণ কমলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিসের মতে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে অনেকটা দূরে সরে যাওয়ায় বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। শনিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গেও।

আজ পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল, শুক্রবার থেকে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। নিম্নচাপের প্রভাবে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন