তীব্র গরমে অতিষ্ঠ জীবন, আপাতত স্বস্তির কোনও সম্ভাবনাই নেই

কলকাতা: চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। ৪০ অথবা তারও উপরে রাজ্য়ের তাপমাত্রার পারদ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। হাওয়া অফিসের মতে, আপাতত স্বস্তির কোনও সম্ভাবনাই নেই। আগামী ৩-৪ দিন এমনই আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। অন্যদিকে, পশ্চিমের জেলায় তাপমাত্রা বাড়তে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। এমনকী কয়েকটি জেলায় স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি পর্যন্ত বেশি হতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা।

শুধু দক্ষিণে নয়, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরেও থাকবে তীব্র গরম। সঙ্গে অস্বস্তি।

বৈশাখের শুরুতেই আবহাওয়া তার নিজের রূপ দেখাতে শুরু করে দিয়েছে। সমতলভাগে প্রখর গ্রীষ্মের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। তীব্র গরমের কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। স্কুল, কলেজ, অফিসে যাতায়াতের সময়ে বেগ পেতে হচ্ছে। যদিও আপাতত ক’দিন এই পরিস্থিতি থেকে স্বস্তি নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন