নতুন করে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে রাজ্যে, যার ফলে আগামী সপ্তাহেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন রাতের তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না।
রাজ্যের বিভিন্ন জেলায় শীতের আমেজ থাকলেও, কনকনে ঠান্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা কম। আপাতত রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া শুকনোই থাকবে বলে জানানো হয়েছে।