রাত থেকে অবিরাম বৃষ্টি, আজ কেমন থাকবে আবহাওয়া

কলকাতা: বুধবার রাত থেকে অবিরাম বৃষ্টি। আজ, বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলায়।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। গতকালের পর আজও ভারী বৃষ্টি হতে পারে কলকাতা এবং সংলগ্ন এলাকায়।

হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় টানা বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় বঙ্গের উপরে এখন একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এ ছাড়া রয়েছে মৌসুমি অক্ষরেখা। দুইয়ের প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। সতর্কতা রয়েছে বজ্রপাতেরও।

ও দিকে, উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে শুধু পার্বত্য এলাকায়। শনিবার থেকে বৃষ্টি ফের বাড়বে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে