কলকাতা: চলতি মরসুমে জাঁকিয়ে ঠান্ডা পড়ার আগেই শীত বিদায়ের ইঙ্গিত মিলছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার এবং সোমবার ফেব্রুয়ারি পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে, যার ফলে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে পারছে না এবং তাপমাত্রা বাড়ছে।
আবহাওয়াবিদদের মতে, ফেব্রুয়ারির শুরুতে পারদ কিছুটা নামতে পারে, তবে মাসের মাঝামাঝি শীত পুরোপুরি বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুই-তিন দিন রাজ্যে মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে।
শীত আর ফিরবে না, তবে গরমও এখনই শুরু হবে না। বসন্তের আবহাওয়া বজায় থাকবে।