বৈশাখের দাবদাহে স্বস্তির বৃষ্টি রাজ্য জুড়ে। গত শনিবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। বুধবার সকালে কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টির জেরে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আরও কয়েকদিন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত গরমের দাপট থেকে কিছুটা হলেও রেহাই মিলবে রাজ্যবাসীর।
হাওয়া অফিসের মতে, বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলো আজও বৃষ্টি পেতে চলেছে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর জেলায় আজও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলা বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টির পূর্বাভাস। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া পুরুলিয়া জেলায় বৃষ্টির সময় বজ্রপাতের সতর্কতা বহাল আছে আজও।
উত্তরে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি পাবে। উত্তরের বাকি জেলায় আজ বৃষ্টির সম্ভবনা কম।