২৪ জুলাই বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা, বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

আবারও নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ২৪ জুলাইয়ের আশেপাশে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা আপাতত কমার কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, রাজস্থান, ফতেহগড়, মুজফ্ফরপুর, বাঁকুড়া, কাঁথি হয়ে একটি মৌসুমি অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। পাশাপাশি, বিহারের উত্তরাংশ থেকে ঝাড়খণ্ড হয়ে ওডিশা পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে সক্রিয়।

এই দুটি অক্ষরেখা এবং সম্ভাব্য নিম্নচাপের সম্মিলিত প্রভাবে ২৩ জুলাই, অর্থাৎ বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে ২১ জুলাই, সোমবার তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের দিন বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে, কিছু জায়গায় হালকা বা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলতে পারে। তবে ২৪ জুলাই থেকে ফের বৃষ্টি জোরালো হতে পারে গোটা দক্ষিণবঙ্গে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে