আবহাওয়া আপডেট: শুক্রবার পর্যন্ত থাকতে পারে একই পরিস্থিতি

শহরের আকাশে মেঘের লুকোচুরি। ছবি: রাজীব বসু

বুধবার রাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র বৃষ্টি, ঝড়ো হাওয়া ও প্রবল বজ্রপাত। হাওয়া অফিস জানিয়েছে, অন্তত শুক্রবার পর্যন্ত একইরকম আবহাওয়া থাকতে পারে।

দিনের বেলায় আবহাওয়া স্বাভাবিক থাকলেও রাতের দিকে দ্রুত মেঘ জমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। বুধবার রাতের ঝড়বৃষ্টি মূলত পাঞ্জাব থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার ফলে সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প গরম বায়ুর সংস্পর্শে এসে ঘূর্ণাবর্ত তৈরি করেছে।

দক্ষিণবঙ্গের পশ্চিম অংশে তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রির ঘরে থাকায়, ভূপৃষ্ঠের উষ্ণতা বাড়ছিল। সেই গরম বাতাস উপরে উঠে গিয়ে জায়গা তৈরি করে নিচ্ছিল, যেটা পূরণ হচ্ছিল ভেজা দক্ষিণী বাতাস দিয়ে। এই মিশ্রণ থেকেই তৈরি হয় ঝড়-বৃষ্টির পরিবেশ।

আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, কিছু এলাকায় ঘণ্টায় ৪০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে। আজ ও কাল রাতের দিকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি, দিনভর আকাশ পরিস্কার থাকলেও বিকেলের পর থেকেই মেঘ তৈরি হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক