বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা, আবহাওয়ার ভোলবদলের সম্ভাবনা

উষ্ণতার খোঁজ। ছবি: হর্ষিত বন্দ্যোপাধ্যায়

কলকাতা: প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে তাপমাত্রা। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, শুক্রে সেটাই আরও একটু বেড়ে ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, শেষ কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য কম থাকলেও এ দিন স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

ভোরের দিকে এ দিন কুয়াশায় আচ্ছন্ন ছিল বিস্তীর্ণ এলাকা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার আকাশ রোদ ঝলমলে। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের দিকে তাপমাত্রা বাড়বে জেলায় জেলায়। শনি ও রবিবার ক্রমশ বাড়বে তাপমাত্রা।

কলকাতাতেও আজ আকাশ মেঘহীন থাকবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বর্ষশেষের আগেই বঙ্গোপসাগরে ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত, সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। এর ফলে পূবালী হাওয়ায় দাপট বাড়বে। কমবে উত্তর পশ্চিমী হাওয়ার প্রভাব। আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। তবে বৃষ্টির আশঙ্কা আপাতত নেই।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক