258
আজ ও আগামীকাল কলকাতা-সহ শহরতলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদে।
তবে কমলা সতর্কতা রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায়। এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত হতে পারে।
উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পঙে মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তাই যাঁরা পাহাড়ের পথে যাচ্ছেন, তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।