বর্ষার আগমন। ছবি: রাজীব বসু
রবিবার ভোর থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। রাজ্যে সক্রিয় বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবেই আগামী কয়েক দিন এ ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে।
আবারও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের ন’টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।