চলতি মরশুমে এই প্রথম ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামল কলকাতার তাপমাত্রা

কলকাতা: চলতি সপ্তাহেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পারদ দ্রুত নামতে পারে। তবে শীত আসতে এখনও ঢের দেরি বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এরই মধ্যে বুধবার সকালে চলতি মরশুমে এই প্রথম ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামল কলকাতার তাপমাত্রা।

গত বেশ কয়েকদিন ধরেই দুপুরে গরম থাকলেও রোদ্দুর পড়তে না পড়তেও বেশ ঠান্ডার অনুভূতি টের পাওয়া যাচ্ছে। মাঝে নিম্নচাপের কারণে কিছুটা বিঘ্ন ঘটেছিল বটে, তবে মেঘ কাটতেই আবার পারদ পতন শুরু হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে।

হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে আপাতত আর কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্তেরও সম্ভাবনা নেই রাজ্যে। ফলে তার জন্য শীতের আমেজে ব্যাঘাত ঘটবে না। সাধারণত আকাশ মেঘলা থাকলে তাপমাত্রা হ্রাস বাধাগ্রস্ত হয়। চলতি সপ্তাহে আকাশ সাফ থাকায় সেই সম্ভাবনা নেই। 

এসবের মধ্যেই বুধবার চলতি মরশুমে এই প্রথম ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামল কলকাতার তাপমাত্রা। মেঘ সরতেই পারদ নামল কলকাতায়। বুধবার সকালে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যদিও এই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক