শীতের আমেজে ছন্দপতন, ফের বাড়তে চলেছে তাপমাত্রা

কলকাতা: কলকাতার পাশাপাশি রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই শনি ও রবিবার তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। জাঁকিয়ে পড়তে না পড়তেই বার বার চরিত্র বদল করছে চলতি বছরের শীতের মরশুম। ক্ষণস্থায়ী কনকনে ঠান্ডার আমেজের মধ্যেই হাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে কিছুটা কমে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম।

আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ দিন বাতাসে সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৪২ শতাংশ। যা বিকেলের পর বেড়ে সর্বাধিক ৯৬ শতাংশ হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে শনিবার তৈরি হবে বিপরীত ঘূর্ণাবর্ত। যা জলীয় বাষ্পের দেওয়াল তৈরি করে আর্দ্রতা বাড়াবে এবং উত্তর ভারতের শীতল হাওয়া রাজ্যে ঢুকতে বাধা দেবে। এর জেরেই বঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

আবহবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন ধরে ঊর্ধ্বমুখী থাকবে পারদ। তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী কয়েক দিনে উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে। নতুন বছরের শুরুর দিকে তাপমাত্রা আবার বাড়বে বলেই হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে