কলকাতা: কদিন ধরেই দাপট বেড়েছে বৃষ্টির। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বাড়ছে বজ্রঝড় বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ। প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণের একাধিক জায়গায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে।
এ দিন সকাল থেকে হালকা রোদের দেখা মিললেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা পারদ খানিকটা বেড়েছে। তবে এরই মাঝে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। এ দিকে কলকাতায় বৃষ্টি হলেও অবশ্য ভারী বৃষ্টির সতর্কতা নেই আজ।
হাওয়া অফিসের মতে, মৌসুমী অক্ষরেখা, নিম্নচাপ মিলিয়ে রাজ্যজুড়ে বৃষ্টি পরিস্থিতি বজায় থাকবে আজও। এই আবহে আজ বহু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগমী দুই দিনও সেই ভারী বৃষ্টি জারি থাকতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে চার জেলায়। এই জেলাগুলি হল দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর। রবিবারও এই চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার রাত থেকে ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, হুগলি এবং পশ্চিমের তিন জেলা বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে।