নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, কত দিন চলবে?

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। আবহাওয়ার এই পরিবর্তনের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়বে ঝড়বৃষ্টি। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি। উত্তরে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, শুক্রবার থেকে সেখানেও বৃষ্টির মাত্রা বাড়বে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত এবং পরবর্তী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে সমুদ্রে জলীয় বাষ্প বৃদ্ধি পাবে এবং তা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি ডেকে আনবে।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিতে ঝড় হতে পারে। এ জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সেখানে রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টি হতে পারে। শনিবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে দক্ষিণে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি চলতে পারে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আট জেলাতেও সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার ও রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে, এবং সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে