কলকাতা: শেষ কয়েকদিন ধরেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে বদলে যাবে আবহাওয়া। আবারও ফিরতে চলেছে অস্বস্তিকর গরম। বাড়বে তাপমাত্রা, আর্দ্রতাজনিত অস্বস্তি।
বিগত কয়েকদিন দেখা গিয়েছে কোথাও কালবৈশাখী, আবার কখনও দমকা হওয়া, আবার কখনও মুষলধারে বৃষ্টি। এ দিন থেকেই ভোলবদল হতে পারে আবহাওয়ার। তবে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হলেও উত্তরবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
বিগত কয়েক দিনে বৃষ্টি এবং দমকা হাওয়ার জেরে তাপমাত্রাও কমে গিয়েছিল বেশ কয়েক ডিগ্রি। তীব্র গরমের হাত থেকে মিলেছিল সাময়িক স্বস্তি। কিন্তু আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া বদলাতে শুরু করবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আগামী কয়েকদিনে।
বুধবার থেকে আবহাওয়ার সার্বিক চেহারাটা কিছুটা হলেও বদলেছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে আট ডিগ্রি কম। সেই জায়গায় বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। এ দিন শহরের আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা।