253
পিছু ছাড়ছে না বৃষ্টি। তারই মধ্যে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে বেশ কিছু জেলায়। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। যার ফলস্বরূপ এই বৃষ্টি। তবে নতুন সপ্তাহ শুরুতেই আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে দেখা যাবে।
সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকলেও কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও মালদহে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙের পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।