দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া

বৃষ্টিভেজা কলকাতা। ছবি: রাজীব বসু

কলকাতা: আগামী কয়েকদিন রাজ্যের সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে হওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, এই মুহূর্তে দিঘার উপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা। মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আর তার প্রভাবেই রাজ্য জুড়ে চলবে বৃষ্টি।

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর আশা করছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ‘ফেয়ারলি ওয়াইড স্প্রেড’ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৭৫ থেকে একশো শতাংশ এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকলে তবেই এই পূর্বাভাস দেওয়া হয়। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। বৃহস্পতিবারের পর বৃষ্টির কিছুটা মাত্রা কমতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতায় মেঘলা আকাশ থাকার পাশাপাশি মাঝারি বৃষ্টি হওয়ার কথা শহরে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন