ফের নামবে পারদ! কতটা ঠান্ডা পড়বে

মাঘের মাঝামাঝি সময়েও কলকাতা-সহ রাজ্যের বেশির ভাগ জায়গায় শীতের প্রকোপ নেই বললেই চলে। তাপমাত্রা ক্রমশ বাড়ছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি ছিল।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে পারদ কিছুটা নামতে পারে, তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় শীত আসছে না। তবে রবিবার থেকে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারে, যার ফলে আগামী দু’দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে।

এর ফলে সাময়িকভাবে কনকনে ঠান্ডার অনুভূতি থাকলেও এই প্রবণতা দীর্ঘস্থায়ী হবে না। তবে ২৬ জানুয়ারির পর ফের ঠান্ডা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক