আজ বড়দিন। ছবি: রাজীব বসু
বড়দিনে দার্জিলিঙে বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের বাকি আট জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আগামী সোমবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে এখনও জাঁকিয়ে ঠান্ডা পড়েনি। ডিসেম্বরের শেষেও কলকাতা-সহ বেশির ভাগ জেলায় কনকনে শীতের আমেজ অনুপস্থিত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিন গোটা রাজ্যে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদিয়ায় আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের দার্জিলিঙে বড়দিনের তুষারপাত পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হলেও, দক্ষিণবঙ্গের বাসিন্দারা শীতের জন্য আরও অপেক্ষায় থাকতে হতে পারে।